Tin Goyenda Volume 11


তিন গোয়েন্দা ভলিউম ১১

অথৈ সাগর ২##বুদ্ধির ঝিলিক##গোলাপী মুক্তো


অথৈ সাগর ২: বেঈমান মিশনারি হেনরির খপ্পরে পড়ে তিন গোয়েন্দা আর কুমালো আটকা পড়ল মুক্তোদ্বীপে। খাবার নেই, পানি নেই, থাকার মত ঘর নেই, জীবন ধারনের কোন উপায় নেই সেখানে। ওদিকে কুমালো গুলিবিদ্ধ হয়ে আহত, খুব শিঘ্রই মুক্তোদ্বীপ, মৃত্যুদ্বীপে পরিণত হল। কিন্তু তিন গোয়েন্দাও ছেড়ে দেবার পাত্র নয়। সমুদ্রে ডুবে মিষ্টি পানি সংগ্রহ করল ওরা, খাবার হিসেবে বেছে নিল শুয়ো পোকা, আর তিমির চামড়া ও নারকেলের কান্ড দিয়ে বানাল তাবু। শুরু হল রবিনসন ক্রুসোর মত ওদের নতুন দ্বীপ-জীবন। কিন্তু কখনো কি বাড়ি ফিরতে পারবে ওরা?? আর মুক্তোগুলোরই বা কি হল?


বুদ্ধির ঝিলিক: পাগলাটে বুড়ো ডেন কারমল এক অদ্ভুত উইল করে গেছেন। যারা খুজে বের করতে পারবে তার লুকানো সম্পত্তি, তারাই হবে সেগুলোর মালিক। কিন্তু এর জন্য সমাধান করতে হবে কঠিন এক ধাধা। আর তা সমাধান করা একমাত্র তিন গোয়েন্দার পক্ষেই সম্ভব.......


গোলাপী মুক্তো: জিনার সাথে এবার লণ্ডনে পৌছেছে তিন গোয়েন্দা। সেখানকার এক নিলাম থেকে মৃত আরনিকা মেয়ারবেলের একটি টাব চেয়ার কিনে নিলেন মিসেস পার্কার। কিন্তু রবার্ট প্যাকি ওটা হাতাবার জন্য তার পিছে লেগে গেল কেন? চেয়ারে লুকিয়ে রাখা বাক্স থেকে পাওয়া গেল গোলাপী মুক্তোর মহা মুল্যবান এক নেকলেস। আর তিন গোয়েন্দার কাছে পায়ে পায়ে এসে হাজির হল আরেকটি রহস্যময় কেস....






Comments

Popular posts from this blog

Download Al Mustadrak Al Hakim Full Arabic Islamic Book

Islamic Book Niamul Quran