Aloukik Shokti | Tipu Kibria
হরর গল্প লিখতে পছন্দ করে সৌধ।
ওর ইচ্ছে বড় হয়ে নামকরা হরর লেখক হবে। একটা গল্প মনে মনে সাজাচ্ছে সে,নাম : ভয়াল দানবের খপ্পরে।এর মাঝে একটা পুরানো টাইপরাইটার কিনে আনল সৌধ। সাথে বোনাস হিসেবে পেল একটা পুরানো কলম।টাইপ মেশিন আর কলমটার মালিক ছিল এক জাদুকর।'ভয়াল দানবের খপ্পরে' গল্পটা এই কলম দিয়েই লিখল সৌধ।তারপর বসে পড়ল টাইপরাইটার নিয়ে।টাইপ করবে।কিন্তু জানে না সৌধ, কি ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে সে।
Comments
Post a Comment