Pagla Saheber Kabar Full HQ Comics
শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর উপন্যাস অবলম্বনে মজার কমিক্স-
পাগলা সাহেবের কবর
ডাক্তারের ছেলে হরিবন্ধু, পড়ালেখায় সে ভিষন কাচা। তাই স্কুল থেকে বের করে দেয়া হল তাকে। হরিবন্ধুকে মানুষ করার জন্য তাই পাঠিয়ে দেয়া হল সাওঁতালের মোতিগঞ্জ হাই স্কুলে। যেখানে চরম গোমুর্খরাও নাকি বিদ্যান হয়ে বেরিয়ে আসে। এদিকে ডাকাতদের একদল এসে হাজির সাঁওতালে, পাগলা সাহেবের কবর খুজছে তারা। কোটি টাকার হিরে আছে ঐ কবরে। ব্যাস লেগে গেল ভজকট। সাথে আবার উদয় হল পাগলা সাহেবের ভূত!! শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কমিক্স "পাগলা সাহেবের কবর"।
পাগলা সাহেবের কবর
ডাক্তারের ছেলে হরিবন্ধু, পড়ালেখায় সে ভিষন কাচা। তাই স্কুল থেকে বের করে দেয়া হল তাকে। হরিবন্ধুকে মানুষ করার জন্য তাই পাঠিয়ে দেয়া হল সাওঁতালের মোতিগঞ্জ হাই স্কুলে। যেখানে চরম গোমুর্খরাও নাকি বিদ্যান হয়ে বেরিয়ে আসে। এদিকে ডাকাতদের একদল এসে হাজির সাঁওতালে, পাগলা সাহেবের কবর খুজছে তারা। কোটি টাকার হিরে আছে ঐ কবরে। ব্যাস লেগে গেল ভজকট। সাথে আবার উদয় হল পাগলা সাহেবের ভূত!! শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে কমিক্স "পাগলা সাহেবের কবর"।
Comments
Post a Comment